Breaking News
recent

Recover করুন স্থায়ীভাবে ডিলিট হয়ে যাওয়া যে কোন Files !

সবাইকে আমার সালাম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আবারো হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের জন্য দারুন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব স্থায়ীভাবে ডিলিট হয়ে যাওয়া যে কোন Files Recover করবেন।
আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ স্থায়ীভাবে ডিলিট হয়ে যাওয়া যে কোন Files Recover
কম্পিউটার চালানোর সময় আমরা অনেক প্রয়োজনীয় ফাইল বা তথ্য Delete করে বসি এবং পরে যখন তা প্রয়োজন হয় তখন আমাদের কিছুই করার থাকে না। তাই  আজকে আমি আপনাদেরকে একটি অসাধারণ Data Recovery সফটওয়্যার উপহার দেব। আমার দেখা সবচেয়ে শক্তিশালী এবং বেস্ট Data Recovery সফটওয়্যার এটি। এটি যে কোন Delete অথবা Format করা ফাইল Recovery করতে পারে এমন কি এটি দিয়ে আপনি Format হওয়া পেনড্রাইভ বা মেমরি কাডের ডাটাও Recovery করতে পারবেন।
তাহলে চলুন বেশি কথা না বলা কাজ সুরু করা যাক।

তাহলে চলুন ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নেইঃ-






যা যা ব্যবহার করেছিঃ

এটি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে Disk Diagnostics, Data Recovery, File Repair এবং E-mail Repairও করা যায়।

Software টি  Licence করতে এই টিউন টি দেখতে পারেন Click Here!
আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

My Youtube Channel:- Mines Of Tech

ফেইসবুকে আমিঃ IMRAN SHa

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসব নতুন কোণ টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

minesoftech

minesoftech

No comments:

Post a Comment

Powered by Blogger.