Breaking News
recent

কিভাবে ইউটিউব থেকে প্রতি মাসে $1000 উপার্জন করবেন। পর্ব – ১

সবাইকে আমার সালাম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। আবারো হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের জন্য দারুন একটি টিউটরিয়াল নিয়ে হাজির হলাম। এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাব কীভাবে আপনারা
ইউটিউব থেকে প্রতি মাসে $1000  বা তার থেকে বেশী ইনকাম করতে পারবেন
আপনি যদি নিজের ইউটিউব চ্যানেল তৈরি করতে চান এবং আপনার ভিডিও থেকে অর্থ উপার্জন করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাব কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় এবং কিভাবে আপনি আপনার ইউটিউব ভিডিও থেকে অর্থ উপার্জন করতে পারেন। আমি আশা করি এটি আপনাকে আপনার নতুন YouTube চ্যানেল আপ এবং রানিং করতে সাহায্য করবে।
আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ- কিভাবে ইউটিউব থেকে প্রতি মাসে $1000 উপার্জন করবেন

তাহলে চলুন বেশি কথা না বলা কাজ শুরু করা যাক।

তাহলে চলুন ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নেইঃ-




(বিঃ দ্রঃ আপনাদের কোন টিউটোরিয়াল লাগলে আমাকে বলতে পারেন। আমি আপনাদের সাথে শেয়ার করব।)
যা যা ব্যবহার করেছিঃ
  • একটি পিসি
  • ওয়েব ব্রাউজার
  • Internet সংযোগ

তাহলে চলুন লিখা টিউটোরিয়াল দেখে শিখে নেইঃ-


ভিডিও তে পুরা বিষয় আলোচনা করা হয়েছে। লিখে দিলে হয়ত আপনার পড়তেন না তাই  ভিডিও দিলাম
আপনাদের যদি সাপোর্ট দেন তাহলে নেক্সট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব
আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

My Youtube Channel:- Mines Of Tech

ফেইসবুকে আমিঃ IMRAN SHa

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসব নতুন কোণ টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।


How To Create A Youtube Channel | Step By Step | Bangla Tutorial | How To Earn Money From Youtube
minesoftech

minesoftech

No comments:

Post a Comment

Powered by Blogger.