Breaking News
recent

ব্লু হোয়েল গেম সম্পর্কে আপনি যা কিছু জানেন তা মিথ্যা! টিউনটি পড়রে জানতে পারবেন

আসসালামুওলাইকুম।কেমন আছেন প্রিয় টেকবাসি?অনেক দিন পর লিখতে বসলাম।গেম নামক জিনিষটা সাথে আমরা সবাই পরিচিত।ছোট বেলা থেকে হাজারও রকমের গেইমস খেলেছি।অবসরে স্মার্টফোনে গেম খেলার পরিণতি এতটা ভয়ানক হতে পারে কদিন আগেও কেউ ভেবেছিলেন কি?কিন্তু এখন ভাবতে হচ্ছে কারন এ কেমন গেইমস খেল্লেই আপনাকে প্রান দিতে হবে।কি অদ্ভুত তাই নাহ? আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই গেইমস খেলতে হয় আর কেনই বা মানুষ অত্যহত্যা করছে?



যারা Blue Whale Game নিয়ে মিথ্যে গুজব ছরাচ্ছে তাদের জন্য এই ভিডিও আমি একবারো বলি নি Blue Whale নামের কোন গেম নেই। আছে, তবে এটা নরমাল মানুষের ক্ষতি করতে পারে না। বলা হয় এই গেমে একবার ঢুকলে বের হওয়া যায় না, ভারতে পুলিশ এতজনকে বাঁচালো, বাংলাদেশে বাঁচালো, যাদের বাঁচিয়েছে তারা তো বের হয়েছে গেম থেকে তাই না? কই তাদের তো কোন ক্ষতি হয় নি পরে আর! আপনারা শুধু নিউজ বিশ্বাস না করে একটু নিজেদের বিবেক খাটিয়ে দেখুন। কিছু বিশ্বাস আছে যেগুলো সবার মাঝে ছড়িয়ে গেলে বিবেক বুদ্ধি অনেকেরই কাজ করে না, এই বিষয়েও এমনি হচ্ছে। কেউ কেউ নিজেরা এই বিষয়ে ভয়ংকর কথা বলে মজা পায় আর তখন তারা সত্যি টা ইচ্ছে করেই মানতে চায় না।



 নিচের ভিডিও টা দেখুন
 

আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন Blue Whale Game থেকে দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে।
minesoftech

minesoftech

No comments:

Post a Comment

Powered by Blogger.